৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জহির রায়হান। ৪৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জহির।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ৪০০ মিটার স্প্রিন্টে প্রথম হলেও এটা সেরা টাইমিং হয়নি জহিরের। ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ৪৬ দশমিক ৮৭ সেকেন্ডে গড়া স্বর্ণপদকটি ছিল ক্যারিয়ার সেরা টাইমিং।
গত ৯ আসরের মতো এবারও এই ইভেন্টে সেরা হয়েছেন নৌবাহিনীর এই স্প্রিন্টার।
নিজের সাফল্য নিয়ে জহির বলেন, ‘আগের দিন দুবার দৌড়েছি-হিট ও পরেরবার সেমিফাইনালে। আজ ফাইনাল হয়েছে। কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না। সবমিলিয়ে ক্যারিয়ার সেরা টাইমিং হয়নি। তবে টানা ১০মবার সেরা হতে পেরে আমি খুশি।’
৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্ট নিয়ে আগের দিন নাটক কম হয়নি। বদলে দিতে হয়েছে সূচি।
এবার সর্বোচ্চ ৬টি হিটে অংশ নেন সর্বোচ্চ ৪৮ জন অ্যাথলেট। ৪০০ ছাড়াও জহির নামবেন ২০০ মিটার স্প্রিন্টে। সেখানেও নিজের দক্ষতা দেখানোর অপেক্ষায় তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত