চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিরিজের দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
এই ম্যাচটি ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫ উইকেটে ৩৫২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৩।
দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার সেঞ্চুরি পাননি। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথিউ ব্রিটজকে ৮৪ বলে ৮৩ আর হেনরিখ ক্লাসেন খেলেছেন ৫৬ বলেই ৮৭ রানের ইনিংস। ক্লাসেনের বিধ্বংসী ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।
এছাড়া শেষদিকে কাইল ভেরেন ৩২ বলে ৪৪ আর করবিন বসচ ৯ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং নাসিম শাহ ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট।
বিডি প্রতিদিন/মুসা