আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লিগকে অনুকরণ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দেওয়া হল বিশেষ ধরনের আংটি।
গত ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে। তবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তা প্রকাশ্যে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে আংটি দেওয়ার বিষয়টি জানিয়েছে।
গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে আংটি দেওয়া হয়েছে। প্রত্যেকটি আংটির উপরে রয়েছে অশোকচক্র। ক্রিকেটারদের নামও খোদাই করা রয়েছে। আংটি তৈরি হয়েছে সোনা এবং হিরে দিয়ে। আকর্ষণীয় নকশা রয়েছে গোটা আংটিতেই। উপরে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ শব্দ দু’টি খোদাই করা রয়েছে।
চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায়। দীর্ঘদিন ধরেই এই প্রথা চলে আসছে। বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে ১৯৪৭ সাল থেকে। আমেরিকার ফুটবল লিগে ‘সুপার বোল’ যে দল জেতে তাদের সদস্যদের আংটি উপহার দেওয়া হয়। তবে সবার আগে এই রীতি শুরু করেছিল বেসবল লিগ। এখনও প্রতিটি লিগে এই রীতি চলে আসছে।
উল্লেখ্য, গেল বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারত।
বিডি-প্রতিদিন/বাজিত