ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ইতিহাস গড়লেন উজবেকিস্তানের ফুটবলার আব্দুখোদির কুজানভ। দেশটির প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখালেন এই উজবেক তারকা। ক্লাবটিতে যোগ দিয়ে নিজেও দারুণ উচ্ছ্বসিত।
মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটি যে দলবদলে খেলোয়াড় কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে, তা জানাই ছিল। সেই ধারাতেই জানুয়ারির প্রথম সাইনিং হিসেবে তারা দলে নিয়েছে ফরাসি ক্লাব লাঁসের উজবেক সেন্টার ব্যাক আবদুকোদির খুসানভকে।
খুসানভকে কিনতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করেছে ম্যানসিটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০৬ কোটি টাকা। তার সঙ্গে ৪ বছরের চুক্তি হয়েছে ক্লাবটির।
লিগ ওয়ানের দলটির হয়ে এপর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন খুসানভ। গত ডিসেম্বরে ফ্রেঞ্চ কাপের ম্যাচে পিএসজির বিপক্ষে নিজের প্রথম গোলও করেছেন। জাতীয় দল উজবেকিস্তানের হয়ে এপর্যন্ত খেলেছেন ১৮ ম্যাচ।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত খুসানভ বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া এক দল। আমার তাদের সঙ্গে দেখা করার এবং একসঙ্গে খেলার তর সইছে না। পেপ গার্দিওলা সর্বকালের সেরা কোচদের একজন। তার কাছ থেকে শেখার জন্য এবং নিজের খেলায় আরও উন্নতি করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
বিডি প্রতিদিন/মুসা