ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরুর তারিখ জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামী মার্চের ২১ তারিখ থেকে আইপিএল শুরু হবে বলে জানিয়েছেন বিসিসিআই এর সহ-সভাপতি রাজীব শুক্লা। তবে আইপিএল শুরুর সময় জানালেও এর সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আসন্ন আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে, ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
এর আগে গত বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামের সময় ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই তাদের পছন্দের প্লেয়ার বেছে নিয়েছে। নিলাম শেষ হওয়ার পর কবে টুর্নামেন্ট শুরু হবে তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
উল্লেখ্য, গত মৌসুমে আইপিএল শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ মার্চ। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল। ২৬ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/মুসা