গেল কয়েক বছর থেকে আইপিএলে দল পাচ্ছেন না অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় স্টিভেন স্মিথ। সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল থেকেও জায়গা হারিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। বিশ্লেষকদের অনেকে মনে করছেন স্মিথের ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ নয়। কিন্তু তাদের ভুল প্রমাণ করে এবার বিগ ব্যাশে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্করচার্সের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এটি স্মিথের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১২১ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে ১০টি চার ও ৭টি ছক্কা হাঁকান স্মিথ। তাঁর সেঞ্চুরির ওপর ভর করেই সিক্সার্স ২০ ওভারে ২২২ রান সংগ্রহ করে, যা দলের ইতিহাসে বিগ ব্যাশে সর্বোচ্চ রান।
পার্থ স্করচার্স অধিনায়ক অ্যাস্টন টার্নার ৬৬ রানের লড়াকু ইনিংস খেললেও তাদের দল ২০৬ রানের বেশি করতে পারেনি। ফলে ১৪ রানে ম্যাচ জিতে নেয় সিক্সার্স।
এই সেঞ্চুরি স্মিথকে বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের তালিকায় বেন ম্যাকডরম্যাটের সঙ্গে শীর্ষে তুলেছে। ম্যাকডরম্যাট যেখানে ১০০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছিলেন, সেখানে স্মিথ মাত্র ৩২ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে দেখিয়েছেন।
গত মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলে প্রথম বলেই শূন্য রানে আউট হওয়া স্মিথ এবারের মৌসুমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। যদিও সিক্সার্স তাঁকে এ মৌসুমে আর একটি মাত্র ম্যাচে পাবে। এরপর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে এবং নেতৃত্ব দিতে দেশের বাইরে চলে যাবেন।
বিডি প্রতিদিন/নাজিম