উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইতালির বিপক্ষে জয় পেয়েছে জার্মানি। দ্বিতীয়ার্ধের জোড়া গোল করে জিতে দলটি। এর মধ্যদিয়ে বৃহস্পতিবার রাতে মিলানের সান সিরোয় সেমিফাইনালে পথে এগিয়ে যায় জার্মানরা। ইতালির পক্ষে গোল করেন সান্দ্রো তোনালি। জামার্নিকে জয়ী করেন টিম ক্লাইনডিন্সট ও লেয়ন গোরেটস্কার। গত নভেম্বরে নেশন্স লিগেই ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, এ বছরের শুরুটাও তাদের হলো পরাজয় দিয়ে। জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইতালি। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে জিতল ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসের মাঠে ২-২ গোলে ড্রয়ে হার এড়াল স্পেন।