ওয়ানডে ও টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করলেও টি-২০-এর নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তবে এ ক্ষেত্রে নাকি এগিয়ে আছেন লিটন কুমার দাস। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর ইনজুরিতে লিটন দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে এ ফরম্যাটের নেতৃত্বভার উঠতে যাচ্ছে লিটনের কাঁধে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আকার-ইঙ্গিতে তা-ই বুঝিয়েছেন।
গতকাল তৃতীয় বিভাগ ক্রিকেটে বাছাই উদ্বোধনী অনুষ্ঠান শেষে টি-২০-এর নেতৃত্বের বিষয়ে প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে নতুন অধিনায়কের নাম। ইতোমধ্যে দু-একজন টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নন; এদের মধ্যেই কাউকে নেতৃত্ব দেওয়া হবে।’ টি-২০-এর নেতৃত্ব ছাড়লেও শান্তকে ওয়ানডেতে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা মেহেদি হাসান মিরাজকেই বিসিবি পছন্দ করছে।