সবশেষ ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক ফখর জামান। ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন এ ওপেনার। ঘরের মাটিতে এবারের আসরেও তাকে ঘিরে প্রত্যাশা ছিল। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। তবে ফখরের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ৭২ ওয়ানডে খেলা ইমাম-উল-হক। পাকিস্তানের হয়ে ৭২টি ওয়ানডে খেলা ২৯ বছর বয়সি এ ওপেনারকে অনুমোদন দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টেকনিক্যাল কমিটি। ২০ ফিফটি ও ৯ সেঞ্চুরিতে ৪৮.২৭ গড়ে ৩১৩৮ রান আছে তার ঝুলিতে। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।