ডার্বি কাউন্টির প্রাইড পার্ক স্টেডিয়ামে দর্শকদের ভিড় যে কোনো ম্যাচেই থাকে। তবে এই স্টেডিয়াম নিয়ে এতদিন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভাবনার কিছু ছিল না। গত শনিবার তারা এ স্টেডিয়াম নিয়ে ভেবেছেন। ডার্বি কাউন্টির মাঠে খেলতে গিয়েছিল হামজা চৌধুরীর নতুন ক্লাব শেফিল্ড ইউনাইটেড। দিন কয়েক আগে লিস্টার সিটি ছেড়ে শেফিল্ডে নাম লিখিয়েছেন হামজা। তাকে ঘিরে বাংলাদেশের ফুটবলে নতুন নতুন স্বপ্নের জাল বুনছেন সমর্থকরা। এ কারণের হামজার প্রতিটা পদক্ষেপ তাদের নখদর্পণে। শনিবার শেফিল্ডের জার্সিতে খেলতে নেমে স্বপ্নের আকার আরও বড় করে দিলেন তিনি। দারুণ পারফর্ম করে দলকে উপহার দিলেন জয়। ম্যাচসেরার পুরস্কারও জয় করলেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পুরো ম্যাচ খেলেছেন। ব্লক করেছেন। ড্রিবলিং করেও সফল হয়েছেন। প্রতিপক্ষের গোলমুখে দিয়েছেন দারুণ কিছু পাস। সবমিলে গোল না করলেও ম্যাচসেরা হন তিনি। হামজার দল ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
লিস্টার সিটির জার্সিতে নিয়মিত মাঠে নামতে পারছিলেন না হামজা। প্রায়ই বেঞ্চে থাকতে হতো। তবে শেফিল্ডের কোচ তাকে বসিয়ে রাখতে রাজি নন। এ কারণেই দলে নাম লেখানোর পর প্রথম ম্যাচেই ৯০ মিনিট খেলিয়েছেন। এর ফলও পেয়েছেন। শেফিল্ড ইউনাইটেড গত মৌসুমেও খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুমে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলছে দলটা। তবে সামনের মৌসুমেই সরাসরি প্রমোশন পেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথ অনেকটাই সহজ করে নিয়েছে শেফিল্ড। বর্তমানে ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে আছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন পাবে। অবশ্য পথ এখনো অনেক বাকি।