[কবি মোহন রায়হান, জ্বলে ওঠা সাহসী মানুষ]
কেউ কেউ একটু আলাদা
ঠিক মেজেন্টা থোকার মাঝে হালকা ইয়েলো
তাকে চিনতে তাই সকাল লাগে না
বিকাল লাগে না
মিছিলের মাঝে একা; একজন-
যেমন হাত তুলে জাগিয়ে রাখে সবাইকে
কাঠবেড়ালি রোদ খাঁচা ছেড়ে বেরুলেই
চেনাজলে ওঠে ঘূর্ণন; ফোটে তাপবাহ
বিদ্রোহ মানেই কখনো দেয়াল ভাঙার কোরাস
কখনো আঠালো ঠোঁটের মাঝে
মুখ গুঁজে দেওয়া
কেউ কেউ সত্যি আলাদা
গ্রাম ছাড়া রাঙা পথের উজানে
চেনা ভৈরবীতে অচিন অজানা।