ছায়ার ভিতর দিয়ে উঠে আসছে মায়া!
মায়ায় আঁচল হাওয়ায়, হলুদ গন্ধে
টুনটুনির টুনটুন ভরা দুপুর... ভরদুপুর!
কুটুম পাখি ডেকে ডেকে আগাম অনুষঙ্গ জানান-
গৃহস্থবাড়ি!
মাঝি পাল তুলে ফিরছে, গোধূলি গোধুম...
চাঁদনি রাতে, কবিগান-পালাগানের আসর বসেছে
পিঠাপুলি সাজিয়ে হাত বাড়িয়ে ডাকছে
আমার মায়াভরা সেই চিরসবুজ কায়া!