শীতের আমেজে বন্ধুত্বের বন্ধন আরও সুসংহত করার লক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজোনপার্কে একটি পার্টি হলে অভিনব এক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। প্রবাসী আব্দুল কাদের মিয়ার উদ্যোগে এই ডিনার পার্টিতে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা ছাড়াও ছিলেন অন্য জেলার মানুষেরা।
সবশ্রেণির মানুষ একাকার হয়ে পুরো সময় হাসিখুশিতে মেতেছিলেন। নিজ এলাকার দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল সবার মধ্যে। নিজ এলাকার যে কোন সমস্যায় ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার সংকল্পে জড়ো হওয়া প্রবাসীরা বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করতে নিজ নিজ অবস্থান থেকে সরব থাকার কথা বলেছেন। বিপুলসংখ্যক প্রবাসীর এ পার্টিতে গতানুগতিক কোন বক্তব্যের ব্যবস্থা ছিল না। মঞ্চের অস্তিত্বও নজরে আসেনি। স্বাস্থ্যসম্মত-রুচিকর নানা পদের খাবারে সবাই তৃপ্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মধ্যে সম্প্রীতির এমন আয়োজন সবাইকে উজ্জীবিত করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ