বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, স্বাধীনভাবে কাজ করতে পারব না বলেই আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিইনি। সে সময়ে জেনেবুঝেই আমি সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।
তিনি বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার হলে স্বাধীনভাবে কাজ করতে পারব জেনে গভর্নরের দায়িত্ব নিয়েছি।
গতকাল বিকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম প্রমুখ।