শুরু হয়েছে ৯ দিনের ছুটি। অনেকেই ঈদ করবেন বিদেশে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও দেশীয় বিমান সংস্থাগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঈদে সবচেয়ে বেশি মানুষ নেপাল ঘুরতে যাচ্ছেন। এরপরের তালিকায় আছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রচুর পর্যটক যাচ্ছেন থাইল্যান্ড ও মালয়েশিয়াতে। আন্তর্জাতিক রুটে পরিচিত দু-একটি দেশে ভিসা নিয়ে জটিলতা থাকার পরও এবার ঈদের ছুটিতে প্রায় ২৫ হাজার মানুষ দেশের বাইরে ছুটি কাটাতে যাচ্ছেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সূত্র জানায়, ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা বিভিন্ন ট্যুরিস্ট দেশ যেমন- থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপালে বেশি ঘুরতে যাচ্ছেন। এ ছাড়া পর্যটকদের মধ্যে যারা ধার্মিক তারা ঈদের আগে পরিবার নিয়ে সৌদি আরবে ওমরাহ হজ্ব করতে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগে-পরে ঢাকা থেকে নেপালগামী সব ফ্লাইট এরই মধ্যে বুক হয়ে গিয়েছে। গত সপ্তাহ থেকে ঈদের আগে মানুষ নেপালের উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঈদের পরেও এপ্রিলের ৮ ও ৯ তারিখ পর্যন্ত দেশি পর্যটকরা নেপাল ভ্রমণে যাবেন। এ সময়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পরিচিত এয়ারলাইনসে নেপালের সিট খালি নেই। ছুটিতে শ্রীলঙ্কা-মালদ্বীপেও যাচ্ছেন অনেক পর্যটক। আর বরাবরের মতো ব্যাংকক ও মালয়শিয়াতেও প্রচুর পর্যটক যাচ্ছেন। তবে ব্যাংককে ভিসাজনিত কিছু সমস্যা আগে ছিল। এখন তা সহজ হয়ে যাওয়ার ব্যাংককেও প্রচুর বাংলাদেশি পর্যটক ঘুরতে যাচ্ছেন। ঈদের আগে ও পরে প্রচুর মানুষ ব্যাংককে ঘুরতে যাচ্ছেন। সিঙ্গাপুরেও কিছু পর্যটক যাচ্ছেন। ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় এসব দেশে মানুষ বেশি যাচ্ছেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) মো. মনসুর আলম পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের কাছে ব্যাংককের ভিসা হয়নি এমন আরও পাঁচ হাজার ভিসা আছে। এজেন্সিগুলোর কাছে ১৫ থেকে ২০ হাজারের মতো ব্যাংককের ভিসা এখনো জমা আছে। ঈদের আগে-পরে থাইল্যান্ডের ফ্লাইটগুলোর সবগুলোর সিট প্রায় বিক্রি হয়ে গেছে। এর বাইরে সংখ্যায় কম হলেও কিছু পর্যটক চীন ও ইউরোপের বিভিন্ন দেশে ঈদেও ছুটিতে ঘুরতে যাচ্ছেন। দেশের পর্যটন সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে জমজমাট ব্যবসা হয় পর্যটন খাতে। দেশের হোটেল রিসোর্টের মালিকসহ পর্যটন খাতের সঙ্গে জড়িতরা বছরের এই সময়টায় ভালো ব্যবসার আশায় নানা রকম প্রস্তুতিও নেন। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে দেশের পর্যটন স্পটগুলোর প্রস্তুতি শেষ করেছে। দেশের মধ্যে কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, কুয়াকাটা, সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঈদের ছুটিতে এবারও স্থানীয় পর্যটকরা ভিড় করছেন। এসব এলাকার হোটেল ও রিসোর্টগুলোতেও ভ্রমণপিয়াসীরা বুকিং দিয়ে রেখেছেন। কক্সবাজারের জন্য স্থানীয় বিমান সংস্থাগুলোর ঈদের ছুটিতে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাছাড়া দীর্ঘ ছুটির কারণে দেশের বিভিন্ন স্থানীয় ফ্লাইটগুলোর টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে বলে বিমান সংস্থাগুলো জানিয়েছে।
বাংলাদেশ বিমানের বিপণন ও বিক্রয় পরিদপ্তর শাখার একজন ঊর্ধ্বতন পরিচালক বলেন, ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে বিভিন্ন ট্যুরিস্ট দেশ যেমন- থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপালে বেশি ঘুরতে যাচ্ছেন। ভারতের ট্যুরিস্ট ভিসা কম ইস্যু হওয়ায় এসব দেশে মানুষ বেশি যাচ্ছেন।