অফিসপাড়া হিসেবেখ্যাত মতিঝিলের ইফতারের দোকানগুলোতে গতকাল বিকাল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত উপচে পড়া ভিড় ছিল। ইফতারসামগ্রী বিক্রিতে দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না বিক্রেতারা। ফুটপাত ও বড় রেস্টুরেন্ট সর্বত্রই ছিল ক্রেতার ভিড়। তবে, এই এলাকার অভিজাত রেস্টুরেন্ট হীরাঝিল ঘিরেই লক্ষ্য করা গেছে মতিঝিলের ইফতার বাজারের মূল ব্যস্ততা। বৈচিত্র্যময়, সুস্বাদু ও বাহারি আইটেমের ইফতার পাওয়া যায় বলে হীরাঝিলে ভিড় জমান মতিঝিলের স্থানীয় বাসিন্দা ও অফিসকর্মীরা।
বিকালে হীরাঝিলে ইফতার কিনতে আসেন এলাকার বাসিন্দা মিজু আহমেদ। তিনি বলেন, আগে পুরান ঢাকার চকবাজার থেকে ইফতার কিনতাম, কিন্তু চকবাজারের প্রায় সব আইটেম এখানে পাওয়া যায় বলে এখন নিয়মিত হীরাঝিল থেকেই ইফতার কিনি। স্বাদে ও মানে এখানকার ইফতার খুবই ভালো। এখানকার ইফতারসামগ্রীর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তারপরও এখানে ভিড় লেগে থাকে কেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় এই বাসিন্দা বলেন, আমরা ঢাকাইয়ারা একটু ভোজনরসিক। আমরা খেতে পছন্দ করি। খাবার ভালো হলে আমরা টাকার কথা চিন্তা করি না। হীরাঝিলের এক বিক্রয়কর্মী জানান, তাদের এখানে দাম একটু বেশি হলেও স্বাদ ও মানের সঙ্গে তারা কখনো আপস করেন না।
হীরাঝিলে কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে ২৭০ টাকায়, বিফ শিকের দাম ১৯০ টাকা, চিকেন বিরিয়ানি ২৪০ টাকা, বিফ বডি ২০০ টাকা, খিচুড়ি মাটন/বিফ ২৬০ টাকা, চিকেন খিচুড়ি ২৫০ টাকা, চিকেন কাটলেট ১৯০ টাকা, চিকেন আলু চপ ৪০ টাকা, চিকেন রোস্ট (ফুল) ৬০০ টাকা, টাকাশামি কাবাব ৫০ টাকা, ছোলা (কেজি) ২৪০ টাকা, চিকেন মোসল্লাম হাফ ৩২০ টাকা, ঘুমনি (কেজি) ১২০ টাকা, লেমন চিকেন (হাফ) ১৭০ টাকা, চানা বুট (কেজি) ২৬০ টাকা, বড় বাপের পোলায় খায় পিস ১৪০০ টাকা, চিকেন ব্রোই ৯০ টাকা, মাটন লেগ (মাঝারি) ৯০০ টাকা, মাটন লেগ (ছোট) ৪৫০, চিকেন ফ্রাই ১০০ টাকা, চিকেন সাসলিক ১০০, মাটন রেজালা (কেজি) ১৮০০, অনথন ৩০, বিফ ভুনা (কেজি) ১৭০০, উইন ফ্রাই ৬০, বিফ কালো ভুনা (কেজি) ১৮০০, মিনি সাসলিক ৬০, বিফ রেজালা (কেজি) ১৭০০, ভেজিটেবল রোল ৮০, মাটন পাইন এ্যাপেল কারী ২৫০, থাই চিকেন ফ্রাই ১৬০, জর্দা কেজি ৪০০, চিকেন বল ৮০, দই বড়া ৭০, স্প্রিং রোল ৩০, হালিম (বক্স) ৫০০/২৫০, সিচুয়ান বল ৬০, চিকেন হালিম ৬৫, ঘিয়ে ভাজা পরোটা ও মাষকলাই আমিত্তি ৪০০, বোম্বে জিলাপি ৩০০, কিমা পরাটা পিস ৩০০, চিকন জিলাপি ২৫০, টানা পরাটা পিস ৬০, রেশমি জিলাপি ৩২০, পরাটা পিস ৮০, মাঠা ২৫, আলু পরাটা পিস ৪০, দই ১ (বড়) ৩৫০, স্পেশাল পরাটা পিস ৮০, দই (ছোট), বাটার নান পিস ৬৫, লাবাং ২৪০, ৬০ গার্লিক নান পিস ৬৫, কাবলি নান পিস ১০০, ইরানি ভোগ বক্স ৩৫০, কাশমেরী নান পিস ৯০, স্পেশাল রসগোল্লা ৩৫, জেলি নান পিস ৮০, লাচ্ছি লিটার ৩২০, বেগুনি পিস ১৫, ফ্রুট জুস ২২০, আলুর চপ পিস ১৫, ফালুদা ১১০, ফিন্নি ৪০, ডিম চপ পিস ৩০, শাহী টুকরা ৮০, চিকেন সমুচা পিস ৩০, গ্রিল চিকেন ৫০০, চিকেন ঝালি কাবাব ৪০, চিকেন শর্মা ১৩০, চিকেন বল ৪০, চিকেন বডি ১৭০, চিকেন তান্দুরী ২০০, পেস্তার শরবত ১২০, জেলি শরবত বিক্রি হচ্ছে ২০০ টাকায়।