সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
প্রথম আলোর নাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল (শুক্রবার) আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় নারীকে ধর্ষণ করা হয়নি। তার পরও ধর্ষণ করা হয়েছে লেখা হয়েছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।’
‘আপনার পড়ছেন কি না? প্রথম আলো লাস্ট পেজে বড় করে ছাপিয়েছে। আপনারা সত্য খবর দিচ্ছেন আবার মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি, সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম। তখন এক লাইনে বিশ পয়সা দিত। তখনকার সময়ে এটা অনেক টাকা।’