কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ ও তরুণের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে নিহত তরুণের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। এদিকে গতকাল বিকালে ঘটনাস্থল সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ১ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে বিভিন্ন মোড়ে তিনটি চেকপোস্ট বসিয়েছে বিমান বাহিনী। সোমবার রাত থেকে স্থানীয় বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী শহরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল করছে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনগণ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তার সম্মেলন কক্ষে সাক্ষাৎ করে। এ ছাড়া গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (কসউবি)। নিহত শিহাব কবির এই স্কুলের প্রাক্তন ছাত্র। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- শিহাব কবিরের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ এবং এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ। জেলা প্রশাসকের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সভা শেষে উচ্ছেদবিরোধী আন্দোলনের সংগঠক এজাবত উল্লাহ জানান, জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে একটি সমাধানের পথ বের করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। সোমবার রাত ৯টায় শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নিহত শিহাবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা নাছির উদ্দিন। জানাজা শেষে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। রাতে সমিতিপাড়ায় দ্বিতীয় জানাজা এবং গতকাল সকাল ১০টায় রামুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে শিহাবের লাশ গ্রামের বাড়ি মণ্ডলপাড়ার কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:৩৮,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
কক্সবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর