সুনামগঞ্জের শান্তিগঞ্জে বোরো ফসলের জন্য বৃষ্টি প্রার্থনায় শিরনি আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হাল মাঠে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ফসলের জন্য বৃষ্টি প্রার্থনা করে শিরনির আয়োজন করে গ্রামের নূর মিয়া পক্ষ। ওই পক্ষের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের সুফি মিয়া পক্ষের। পরে ওই দিন সন্ধ্যায় সুফি মিয়া পক্ষ শনিবার সকালে পাল্টা শিরনি আয়োজন করা হবে বলে মসজিদের মাইকে পাল্টা ঘোষণা দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার জেরে শনিবার সকালে গ্রামের ছয়হাল মাঠে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে। আহতদের সুনামগঞ্জ, সিলেট ও শান্তিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ও চিকিৎসা দেওয়া হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বৃষ্টির পানি প্রার্থনায় শিরনির আয়োজনকে কেন্দ্র করে এ মারামারির ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।