প্রায় ৩৫ বছর আগে স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পুরোনো হাঁসপুকুর মাদরাসাপাড়া গ্রামের খাস জমিতে কুঁড়েঘর তৈরি করে বসবাস করছেন সামরত বেগম। হঠাৎ তাঁর কুঁড়েঘরটি উচ্ছেদের কথা বলছেন পাশের জমির মালিক। এমন অবস্থায় ষাটোর্ধ্ব বৃদ্ধা কোথায় যাবেন আর কোথায় থাকবেন- এ নিয়ে মহাচিন্তায় পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সামরত বেগমের একেকটি দিন কাটে চরম দুর্দশায়। কখনো খেয়ে বা না খেয়ে দিন কাটে তাঁর। মূলত ভিক্ষা করেই পেট চালান তিনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশে একটি কুঁড়েঘরে থাকেন ও রান্না করেন সামরত বেগম। তিন দিকে টিন, টাটি ও একদিকে পলিথিন দিয়ে ঘেরা। ঘরের তিন দিকে আছে গর্ত। পাশের জমির মালিক ঘরটি উচ্ছেদের জন্য গর্ত করেছিলেন বলে জানা যায়। সামরত বেগম জানান, এখন পর্যন্ত তিনি কোনো সরকারি সুযোগসুবিধা পাননি। এমনকি একটা ভাতা কার্ড ভাগ্যে জোটেনি। বয়সের ভারে হাঁটতে কষ্ট হলেও ভিক্ষার মাধ্যমে জীবিকানির্বাহ করছেন। ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, বৃদ্ধা সামরত বেগমকে একটি সরকারি বাড়ির ব্যবস্থা করে দিতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।