রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নওগাঁ শহরের আরজি নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ওই ছাত্রী যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিল তার খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নওগাঁ শহরের কালীতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবাকে। সে সময় তিনি বলেন, গতকাল ভোর ৪টার দিকে তার ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। নওগাঁ সদর থানার ওসি নূরে আলম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় ওই স্কুলছাত্রী স্বীকার করেছে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয়। তরুণ মূলত ঢাকায় একটি দোকানে কর্মচারীর কাজ করছিল আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
সেখান থেকে মেয়েটা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে। গণমাধ্যমের খবরে জানা যায়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রীর পরিবার। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় ওই ছাত্রী। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। সে বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।