ইসরায়েলি সামরিক আক্রমণে বিধ্বস্তপ্রায় গাজা থেকে জর্ডান ও মিসরের আরও ফিলিস্তিনি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, তিনি গাজাকে খালি করতে চান। আর এ কারণেই অবরুদ্ধ এই উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিসর এবং জর্ডানকে আহ্বান জানিয়েছেন। তবে তাঁর এমন প্রস্তাবের কারণে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করা হচ্ছে। এ ঘোষণার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল এই পরিকল্পনা কী স্বল্প না দীর্ঘ মেয়াদের, এর জবাবে তিনি বলেন, ‘যে কোনোটাই হতে পারে।’ সোয়া এক বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনী ভূখন্ডটির ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে; এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে, এখন সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। মিসর, জর্ডান ও লেবাননে এমনিতেই বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীর বাস। তারা কবে ফিরবে, আদৌ ফিরতে পারবে কি না তারই নিশ্চয়তা নেই। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনি এই ভূখন্ডে প্রায় ২৩ লাখ মানুষের বাস ছিল। শনিবার প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে আলাপ করেছেন। গতকাল মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও তার আলাপ হওয়ার কথা। ট্রাম্প বলেন, আমি মিসরকে আহ্বান করছি গাজা থেকে লোকজনকে আশ্রয় দেবেন। আর এ সংখ্যা সম্ভবত ১৫ লাখ। ফিলিস্তিনি শরণার্থীদের সফলভাবে গ্রহণ করার জন্য জর্ডানের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি জর্ডানের রাজাকে বলেন, আমি চাই আপনারা আরও বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দেবেন। আলজাজিরাকারণ আমি এখন পুরো গাজা উপত্যকার দিকে তাকিয়ে আছি, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।