রমজান মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে আয়োজিত একটি 'ফ্যাশন শো'কে ঘিরে উত্তপ্ত স্থানীয় বিধানসভার অধিবেশন। ন্যাশনাল কনফারেন্স নেতা এবং রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে বিরোধীদল গুলি প্রত্যেকেই এর সমালোচনা করেছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য এটি অত্যন্ত অশালীন এবং এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
রিসোর্ট এবং সমুদ্র সৈকতের পোশাকের জন্য সর্বাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার শিবান ভাটিয়া এবং নরেশ কুকরেজা'র ব্র্যান্ডের ১৫তম বার্ষিকী উপলক্ষে গত ৭ মার্চ এই ফ্যাশন শো'র আয়োজন করা হয়েছিল গুলমার্গের স্কি-রিসোর্টে। সেই অনুষ্ঠানের কিছু ছবি সামনে আসার পরই রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে শেয়ার করা ছবিতে বিশেষ পোশাক পরা পুরুষ ও নারীকে র্যাম্পে হাঁটতে দেখা গেছে। এরপরই সমালোচকদের বক্তব্য এই ঘটনা রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে।
নিজেকে 'উদার মনোভাবাপন্ন ব্যক্তি' হিসাবে তুলে ধরেও জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোনও বলেছেন 'ওই ফ্যাশন শো'টি না করলেই ভালো হতো।
হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক এটিকে 'ঘৃণ্য' বলে অভিহিত বলেছেন যে 'পর্যটন প্রচারের নামে এই ধরনের 'অশ্লীলতা' সহ্য করা হবে না।
সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে জম্মু ও কাশ্মীরের ক্ষমতাসীন দল 'ন্যাশনাল কনফারেন্স' (এনসি), 'পিপলস ডেমোক্রেটিক পার্টি' (পিডিপি) এবং দুজন স্বতন্ত্র দলের বিধায়ক উঠে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে তাদের প্রশ্ন, রমজান মাসে রাজ্যের মানুষ যখন দিনব্যাপী রোজা পালন করছে, তখন কীভাবে এমন ঘটনা ঘটতে পারে।
বিরোধীদের এই দাবির মুখেই মুখ্যমন্ত্রী জানান সরকার ইতোমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। রমজান মাসে অনুষ্ঠিত 'ফ্যাশন শো' এর নিন্দা করে তার বক্তব্য 'গুলমার্গে সংঘটিত ব্যক্তিগত অনুষ্ঠানটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। বছরের কোনো সময়ই এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, ফ্যাশন শোয়ের সাথে সরকারের কোনও সম্পর্ক নেই। তারা (আয়োজকরা) আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। এটি একটি হোটেলে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল।'
মুখ্যমন্ত্রী এও বলেন 'যদি এক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা উচিত। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যে এই অনুষ্ঠানের সাথে আমাদের সরকারের কোনও সম্পৃক্ততা নেই।'
জম্মু-কাশ্মীরের বিরোধীদল বিজেপি বলেছে যে 'তাদের এই ক্ষোভ অযৌক্তিক'। বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়ার বক্তব্য 'কাশ্মীর উপত্যকায় রক্ষণশীলতার আগুন জ্বলছে-একে থামানো দরকার। আমাদের মধ্যে সকল ধরণের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনার গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে।'
বিজেপি বিধায়কের এই মন্তব্যের কিছুক্ষণ পরেই, এনসি-কংগ্রেস, পিডিপি এবং বিজেপির সদস্যদের মধ্যে হট্টগোল ও বাকযুদ্ধ শুরু হয়ে যায়। তা চলে প্রায় ২৫ মিনিটেরও বেশি সময় ধরে।
বিডি প্রতিদিন/নাজমুল