মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, গতকাল সোমবার হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প এ কথা বলেছেন।
এর আগে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল সোমবার এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরাইলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।
ট্রাম্প বলেন, যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর ১২টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা। তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত।
তিনি বলেন, এটি বাতিল করা উচিত এবং সব কিছু অস্বীকার করা উচিত।
ইসরায়েলি লঙ্ঘনের কারণে হামাস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে ১৫ ফেব্রুয়ারির জিম্মিদের মুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই বিবৃতি আসে।
ঘোষণার পর, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেন এবং মঙ্গলবার সকালে নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করবে। সূত্র: জেরুজালেম পোস্ট
বিডি প্রতিদিন/নাজিম