দেশে ৭১ শতাংশ মানুষ অংসক্রামক রোগের কারণে মারা যাচ্ছে। এই মৃত্যুর অন্যতম কারণ তামাকজাত পণ্যের ব্যবহার। অথচ তামাক কোম্পানি রাজস্বের তখমা দেখিয়ে আইন সংশোধনকে বাধাগ্রস্ত করে বলে দাবি করেন বক্তারা।
সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ‘অধূমপায়ী ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং কোম্পানির অপপ্রচার বন্ধে গণমাধ্যমের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন আলোচকরা।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে ধূমপান না করেও বিভিন্ন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে প্রতিনিয়ত পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ। অন্তর্বর্তী সরকার অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এরপর থেকেই তামাক কোম্পানিগুলো অর্থ ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি দিয়ে আইন সংশোধনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এছাড়াও ২০২১ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, খাদ্য, পানীয় এবং তামাকপণ্য বিক্রি করে এরকম খুচরা দোকানের সংখ্যা মাত্র এক লাখ ৯৬ হাজার ৩৪১, যারা অন্যান্য পণ্যের সঙ্গেই তামাকপণ্য বিক্রি করে থাকে। তাই কর্মসংস্থান হারানোর তথ্যটিও বিভ্রান্তিকর।
অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, ধূমপান না করেও ৬১ হাজারের বেশি শিশু পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন রোগে ভুগছে। একই সাথে আইন শক্তিশালী না হওয়ায় দেশের ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ৬.৯% তামাক ব্যবহার করেন। এই তরুণদের সুরক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশ করা প্রয়োজন। তা না হলে প্রতিরোধযোগ্য মৃত্যুর হার বাড়তেই থাকবে। মতবিনিময় সভায় বিসিআইসি-এর সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত