জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষের মধ্যে পরিবর্তন এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষের এ দুই আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা তৈরি করে নির্বাচনের পথে হাঁটতে হবে। সংস্কার এবং ন্যায়বিচারের দৃশ্যমান অগ্রগতির ওপর নির্ভর করছে নির্বাচন কবে হবে। গতকাল রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের বিষয়েও ঐকমত্যে আসতে হবে। প্রধান উপদেষ্টা জুলাই সনদের বিষয়ে ঘোষণা করেছেন যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাটা কেমন হবে, কী কী সংস্কার আমরা এ সময় করব, কী কী সংস্কার ভবিষ্যতে করা হবে, কী কী সংস্কারের ধারাবাহিকতা থাকবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে এসব বিষয়ে জনগণের কাছে লিখিত কমিটমেন্ট দিতে হবে। একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, আমি কথাটা এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সে অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। তবে দল হিসেবে আমরা এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। নাহিদ ইসলাম বলেন, আর্থিক বিষয়ে সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাক্সক্ষীরা আমাদের সহযোগিতা করেন। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইনকেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রেইজ করব। নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির আজকের প্রথম সাধারণ সভায় পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক নারীর ওপর সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা, ইভ টিজিংয়ের মতো যে ঘটনা ঘটছে এসবের পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে; যাতে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্টের শহীদ পরিবার, আহত যোদ্ধাসহ সব অংশীজনকে নিয়ে ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হবে। সারা দেশের সব অংশীজন তাতে অংশ নেবেন। পরদিন ১১ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের বিদ্যমান রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, যুগ্মসদস্যসচিব মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির প্রমুখ।
শিরোনাম
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি
- ভোলায় হাতবোমা-ইয়াবাসহ ৫ সন্ত্রাসী আটক
- প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
- নরেন্দ্র মোদিকে যে উপহার দিলেন প্রধান উপদেষ্টা