জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাদের এককালীন ও মাসিক ভাতা, চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন, চিকিৎসাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধা প্রাপ্তি নিয়ে অনিয়ম রুখতে তাদের দেওয়া হবে বিশেষ পরিচয়পত্র। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ইতোমধ্যে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা করা হয়েছে। আসছে মার্চ মাস থেকে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতরা তিন ক্যাটাগরি চিকিৎসা ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। আহত জুলাই যোদ্ধারা এ, বি ও সি ক্যাটাগরিতে বিভিন্ন সুবিধা পাবেন। এ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। বি ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। সি ক্যাটাগরির (আহত) তালিকাভুক্ত ১০ হাজার ৬৪৮ জন জুলাই যোদ্ধা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। সব জুলাই যোদ্ধা পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব জানান, সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যাওয়ার আগে নতুন অ্যাক্রেডিটেশন নীতিমালায় স্বাক্ষর করে গেছেন। নতুন নীতিমালায় সরকারের গুণগান প্রচারের বাধ্যবাধকতা রাখা হয়নি। এ ছাড়া আগে কাউকে এক বছরের জন্য অস্থায়ী, কাউকে স্থায়ী কার্ড দেওয়া হতো। এই বৈষম্য তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সব অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ হবে তিন বছর।
শিরোনাম
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি
- ভোলায় হাতবোমা-ইয়াবাসহ ৫ সন্ত্রাসী আটক
- প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
- নরেন্দ্র মোদিকে যে উপহার দিলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অভ্যুত্থানে ত্যাগ স্বীকারকারীরা পাবেন ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর