পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে ১০০টি ফোক গানে নতুনভাবে কণ্ঠ দিয়েছেন একশজন শিল্পী। ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে গেল মাসে বিএফডিসিতে হয়েছে এই গানগুলোর শুটিং। রাহাত জানান, ফোকগানগুলোকে নতুনভাবে উপস্থাপন করতেই আমাদের এই সংগীতায়োজন।
গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খানসহ আরও অনেকে। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।
আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ই-পিয়ানো ফেইসবুক পেইজে গানগুলো প্রকাশের বিষয়ে আপডেট জানানো হবে।
নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করার কথা বলেছেন আদিব। তিনি বলেন, আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে অনেক ফোক গান রয়েছে। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গান নিয়েও কাজ করা সম্ভব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ