জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। তিনি নিজেকে গল্পকার হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা-সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। এই তারকা লেখালেখির পাশাপাশি নির্মাতা হিসেবে নাম লিখিয়েছেন অনেক আগেই। ২০১৬ সালে নির্মিত নির্বাক চলচ্চিত্র ‘দ্য শ্যুজ’র জন্য তিনি শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছিলেন। এর ২০১৯ সালে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গহীনের গান’ নির্মাণ করেন; করেন কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণও। তিনি সিনেমার গানও লিখছেন নিয়মিত। যদিও কখনোই গান লেখার চেষ্টা করেন না তিনি; লেখেন কবিতা। পরে সেটি শ্রোতাদের সামনে আসে গান হয়ে। এর মধ্যে এসেছে শিহাব শাহীনের ‘দাগি’তে তার লেখা গান ‘একটুখানি মন’। গানটির সুর ও সংগীতায়োজনে রয়েছেন সাজিদ সরকার। আর গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। এদিকে সিনেমায় গান লেখার দীর্ঘ যাত্রায় তিনি এর আগে আদর-বুবলীর ‘তালাশ’ ছবিতে ‘একা রাস্তায়’ এবং ‘সেফটি পিন’, ‘গহীনের গান’ সিনেমায় ‘তোর জন্য কান্না পাচ্ছে খুব’, শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ‘মেঘবালিকা’ এবং একই নির্মাতার আরেকটি ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’-এ ‘বলা হয় না’ গান লিখেছেন। এদিকে নতুন আরেকটি তথ্য দিয়ে তিনি বলেন, ‘একটি সিনেমায় অনুপম রায়ের কণ্ঠে আসছে আমার লেখা গান। ‘আমার এক জীবনের দুঃখ জমা আসমানও সমান’- এমন কথার গানটি গেয়েছেন অনুপম রায়। এটা তাঁর গাওয়া প্রথম কোনো ফোক সং এবং সম্ভবত বাংলাদেশের সিনেমায় এটাই অনুপমের গাওয়া প্রথম গান।’