ঈদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ইচিক দানা’। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। রোমান্টিক গল্পের এ নাটকে অভিনয় করেছেন শ্বাশত দত্ত, তানিয়া বৃষ্টি, অভিষেক চক্রবর্তী, আফরি রিয়া, দেবাশীষ চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, সম্রাট, মৃন্ময়ী পাল প্রমুখ। নির্মাতা সুব্রত বলেন, ‘নাটকটির গল্প একটু অন্যরকম। গল্পের কারণে এটি চিত্রায়িত হয়েছে বরিশালের সুন্দর কিছু লোকেশনে।
ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত। এটিতে একটি গান রয়েছে যেটি গেয়েছেন গৌতম ঢালী। মিউজিক করেছেন শুভ ঢালী। প্রধান সহকারী পরিচালক শাহজাদা কবির শুভ।’ তিনি আরও বলেন, ‘আজ থেকে ১০ বছর আগের কথা। বাবা তার প্রথম জীবনের প্রেম কাহিনি বলতে থাকে কন্যাকে। বাবার সেই প্রেমিকার নাম ছিল শুভ্রা। মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে। শুভ্রার শ্রভ্রতায় মুগ্ধ হয়ে প্রতিদিন কলেজের সামনে, রাস্তায়, গলির মোড়ে দাঁড়িয়ে থাকে রূপন। কিন্তু শুভ্রা তাকে কোনো পাত্তাই দেয় না; কিন্তু তাতে দমে যায় না রূপন। এভাবে অনেক দিন চলার পর শুভ্রারও মনে মনে একসময় ভালো লাগতে থাকে রূপনকে, কিন্তু সে তা কখনো রূপনের সামনে প্রকাশ করে না। এদিকে রূপন শুভ্রার পেছনে ঘুরতে ঘুরতে তার কোনোরকম সাড়া না পেয়ে একেবারে ক্লান্ত ও বিরক্ত। এক দিন বন্ধু শরীফের প্ররোচনায় মনের দুঃখে দুজন মিলে নেশা করে এবং শরীফের চালে নেশার ঘোরে প্রতিশোধ নিতে সে চলে যায় শুভ্রার বাড়িতে। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।’ নির্মাতা জানান, ঈদের ষষ্ঠ দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে এ নাটকটি।