বিটিভিতে হিজল তমাল, শেকড়ের গান, দোলনচাঁপা, সঙ্গীতা, সুরের খেয়া, সুরসপ্তক প্রভৃতি অনুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন তরুণ প্রজন্মের শিল্পী আরমিন জামান নিশু। তাঁর প্রথম মৌলিক গান মকসুদ জামিল মিন্টুর সুরে, গীতিকার-জাহাঙ্গীর রানার কথায় ‘আজ সারাটা বিকেল’ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। আরমিন ২০১১ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজে অংশগ্রহণ করে সংগীতজগতে নজর কাড়েন।
বাংলাদেশ বেতারে নজরুল ও আধুনিক গানে তালিকাভুক্ত হন ২০২২ সালে। ২০২৪ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন নজরুল, আধুনিক ও লোকগানে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সংগীতে নানা অর্জন রয়েছে তাঁর। জাতীয় পর্যায়েও তিনি পুরস্কৃত হয়েছেন।