শিক্ষকসংকট, উপকরণের অভাব, পিছিয়ে পড়া কারিকুলামসহ নানা সমস্যায় জর্জরিত দেশের কারিগরি শিক্ষা। সব মিলে সংকটে এই শিক্ষা। উন্নত বিশ্বে মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ কারিগরিতে থাকলেও বাংলাদেশে এ হার ২০ শতাংশের নিচে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজগুলোতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষকের ঘাটতি রয়েছে। রয়েছে শ্রেণিকক্ষ এবং ল্যাবরেটরির সংকট। সোমবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে গবেষকরা এসব তথ্য তুলে ধরেন। গবেষণায় দেখা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা এক-চতুর্থাংশের বেশি শিক্ষার্থীই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন না। তার আগেই ঝরে পড়েন। দুঃখ ও দুর্ভাগ্যজনক চিত্র হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বা বুয়েটে একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্রের যে ব্যয়, পলিটেকনিকে সে তুলনায় অত্যন্ত যৎসামান্য। এটাকে সংগত কারণেই সংশ্লিষ্টরা কারিগরি খাতের প্রতি অনুচিত বৈষম্য বলে মনে করেন এবং এসব কারণেই কারিগরি শিক্ষা এ রকম বেহাল। শিক্ষাবিদরা গোটা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন। কারিগরি শিক্ষা শেষে শিক্ষার্থীরা কোন ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছেন, তা নিবিড়ভাবে লক্ষ করা দরকার। এ শিক্ষার প্রতি মানুষের ভুল ধারণাগুলো দূর করতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা প্রয়োজন। এর প্রতি অধিকসংখ্যক মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। কারিগরি শিক্ষিতদের জন্য সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে অধিকসংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা এবং পেশা ক্ষেত্রে তাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এদের বিশেষ প্রাধান্য দিতে হবে। বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষা অত্যন্ত কার্যকর মাধ্যম। এ থেকে সর্বোচ্চ সুফল লাভে সংশ্লিষ্ট সব মহলকে সক্রিয় হতে হবে। লাগসই পদক্ষেপ নিতে হবে যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি সমাজে মাথা উঁচু করে, জোর কদমে দেশ গঠনের সব ক্ষেত্রে এগিয়ে গিয়ে, উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
সংকটে কারিগরি শিক্ষা
ঢেলে সাজানোই কর্তব্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর