দেশের অর্থনীতিকে সুস্থ ধারায় দাঁড় করানোর ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত দৃষ্টিগ্রাহ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। অর্থনীতি হলো রাজনীতির প্রাণ। রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি হিসেবেও এটি বিবেচিত। সহজেই অনুমেয় দেশের অর্থনীতিকে সবল করার চেষ্টায় সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। সরকারপ্রধান জগৎজুড়ে নন্দিত একজন অর্থনীতিবিদ। অর্থমন্ত্রীর পরিচয়ও স্বনামখ্যাত অর্থনীতিবিদ হিসেবে। উপদেষ্টা পরিষদে অর্থনীতির ক্ষেত্রে পণ্ডিত বলে বিবেচিত আরও অন্তত একজন সদস্য রয়েছেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তাদের একজন। তারপরও যে অর্থনীতিতে গতি সৃষ্টি হয়নি, তা এক চরম সত্যি। অর্থনীতির প্রায় সব খাতেই বিরাজ করছে স্থবিরতা। ফলে আস্থাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি শেষে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। যদিও গত বছরের ডিসেম্বরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে। আগামী মাসে খেলাপি ঋণ ছাড়িয়ে যাবে ৫ লাখ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ডলার। বেসরকারি বিনিয়োগ আটকে আছে ২৩ থেকে ২৪ শতাংশের মধ্যে। বিশ্লেষকদের অভিমত, বর্তমান সরকারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের ব্যাংক খাতের ওপর আমানতকারীদের আস্থা ফেরানো। যার অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থ ফেরত দিতে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফায় নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। তারপরও ওই দুই খাতে অগ্রগতির দেখা নেই। জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। আশায় তারা বুক বেঁধেছিল। অর্থনীতির নড়বড়ে অবস্থা সাধারণ মানুষকে হতাশ করছে। যা রোধে ব্যবসাবাণিজ্যে সুস্থ পরিবেশ সৃষ্টিতে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি
- ভোলায় হাতবোমা-ইয়াবাসহ ৫ সন্ত্রাসী আটক