২০১৭ সালের আগস্টে গোটা বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল এক মানবিক সংকট চাক্ষুষ করে। জান্তা-সেনার নৃশংস হামলার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। সীমান্ত পেরিয়ে মানুষের নজিরবিহীন ঢলে তারা ঢুকে পড়ে বাংলাদেশে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারপর থেকে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ-প্রচেষ্টা সত্ত্বেও এদের স্বদেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন শিবিরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নানা সূত্রে পাওয়া সহায়তায় ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার ভার বহন বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তাদের কারণে দেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চরম বিরক্তিকর হচ্ছে- এদের ব্যাপকভাবে অপরাধে জড়িয়ে পড়া। মাদক পাচার ও কারবার এদের পুরোনো পেশা। খুনখারাবি লেগেই আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে- অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ প্রক্রিয়ায় শুধু সৌদিতেই কয়েক লাখ রোহিঙ্গা ঢুকেছে। সেখানে তারা বাংলাদেশি হিসেবে বসবাস করছে এবং তাদের স্বভাবসুলভ হাজারটা অনিয়ম, অপরাধকাজে সম্পৃক্ত হচ্ছে। এতে বাংলাদেশিদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির সমাজে। বিপাকে পড়ছেন প্রকৃত বাংলাদেশিরা। ইমেজ নষ্ট হচ্ছে দেশের। এর বিহিত হওয়া চাই। কীভাবে এত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে সক্ষম হলো, খতিয়ে দেখা প্রয়োজন। বিগত নব্বই দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি আরব। তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধাও দেওয়া হয়। এখন আবার অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চায় সৌদি সরকার। কীভাবে সুযোগটা কাজে লাগানো যায়, এ বিষয়ে গত বছর সে দেশের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। এ উদ্যোগ গতিশীল করে, সৌদিতে বাংলাদেশি পরিচয়ে অবৈধ রোহিঙ্গাদের বৈধতার ব্যবস্থা করার প্রচেষ্টা নেওয়াই উচিত। তার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা হোক।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি