চলতি বছর যথাযথ প্রস্তুতি না নিলে গ্রীষ্মে তীব্র লোডশেডিংয়ের মুখোমুখি হতে পারে দেশ- এমন আশঙ্কা বিদ্যুৎ সংশ্লিষ্ট বোদ্ধাজনদের ভাবিয়ে তুলছে। বিশেষ করে মার্চে মাহে রমজানে লোডশেডিং এড়ানো না গেলে তা সরকারের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনবে। আশার কথা, দেশে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নিশ্চিত করা গেলে লোডশেডিংয়ের আশঙ্কা সহজেই দূর করা যাবে। দেশে এখন চলছে শীত মৌসুম। এ সময়ে বিদ্যুতের চাহিদা অন্য সময়ের চেয়ে অনেক কম থাকে। এ মুহূর্তে বিদ্যুতের চাহিদা ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে। তার পরও ঢাকাসহ বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। কখনো বিদ্যুতের ঘাটতি ১০০ মেগাওয়াটের বেশি ছাড়িয়ে যাচ্ছে। গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে যথাযথভাবে জ্বালানি সরবরাহ করা না গেলে লোডশেডিংও সহনীয় পর্যায়ে রাখা যাবে না। পরিস্থিতি সহনীয় রাখতে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে যে টাকা পায় তা দ্রুত পরিশোধের তাগিদ দিচ্ছে। তা না হলে বিদ্যুৎ উৎপাদন বহাল রাখা অসম্ভব হয়ে পড়বে। গ্রীষ্মের শুরুতেই ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা দেখা দেবে। মার্চে দেশে গরম পড়তে শুরু করবে। একই মাসে শুরু হবে পবিত্র রমজান। শিগগিরই শুরু হচ্ছে সেচ মৌসুম। রমজানে বিদ্যুতের চাহিদা কিছুটা বাড়ে। এই তিনে মিলে এবারের গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাপ থাকবে। স্বভাবতই বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে লোডশেডিং বাড়বে। এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশে বিদ্যুৎ চাহিদার এক বড় অংশ আসে বেসরকারি খাত থেকে। ভারত থেকেও আমদানি হয়। দেশি উদ্যোক্তাদের অভিযোগ, সরকারের কাছে পাওনা বকেয়া পড়ায় তারা জ্বালানি কিনতে পারছেন না। ভারতের আদানির পক্ষ থেকেও বকেয়া পরিশোধের চাপ রয়েছে। আজকের যুগে বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। দেশের শিল্পোৎপাদনের জন্যও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। এ ক্ষেত্রে যাতে সংকট না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
বিদ্যুৎ সরবরাহ
রমজান সামনে রেখে প্রস্তুতি নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর