খাদ্যশস্যের মজুত গত বছর এ সময়ের তুলনায় কম। খাদ্য আমদানিও তুলনামূলক কমেছে। আর দেড় মাস পর পবিত্র রমজান। রমজানে চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত কর্মসূচি নিয়েছে। রমজান মাসে ভোক্তারা বেশি ব্যবহার করে থাকেন এমন ১১টি পণ্য আমদানিতে বিশেষ শুল্কছাড় দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যমান বাজারব্যবস্থায় ভোক্তারা আশাবাদী হতে পারছেন না। তাঁরা অনুমান করছেন অতীত অভিজ্ঞতারই পুনরাবৃত্তি ঘটবে। এদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত কম-বেশি ৪০ শতাংশ কমেছে। গত জুলাইয়ে খাদ্যশস্যের মোট মজুত ছিল ১৯ লাখ টনের মতো। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ টনে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ধান ও অন্যান্য কৃষি উৎপাদন কম হয়েছে। খোলাবাজারে এর প্রভাব পড়েছে। প্রয়োজনের তুলনায় কম খাদ্য আমদানি, ডলারের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রভৃতি খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ। অপ্রিয় হলেও সত্যি যে খাদ্যশস্যের বাজারে সরকারের কোনো কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ নেই। পুরনো সিন্ডিকেটগুলো এখনো ক্রিয়াশীল। তারাই কলকাঠি নাড়ছে। এ অবস্থায় কেবল আমদানি শুল্ক ছাড় নয়, সেই সঙ্গে মনিটরিং বাড়াতে হবে। বড়-ছোট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, আলোচনা ও মতবিনিময় করতে হবে। বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে কেন নিরুৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা- তা খুঁজে বের করে সমস্যার দ্রুত সমাধান করতে হবে। না হলে খাদ্যশস্যের মজুত কমতেই থাকবে এবং তা দ্রুত বাড়ানো ক্রমেই দুরূহ হয়ে পড়বে। খাদ্যশস্যের মজুত বাড়াতে আমদানি পর্যায়ে প্রণোদনা দেওয়া যায় কি না, তা-ও ভাবা প্রয়োজন। আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের এখনই সময়।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি