রাত্রি হলে আকাশেতে
বসে তারার মেলা,
তাদের সাথে মিশে চন্দ্র
করে মজার খেলা।
চন্দ্র তারার খেলা দেখে
আকাশ হাসতে থাকে,
এমন দৃশ্য দেখতে খোকা
দাদুভাইকে ডাকে।
দুজন মিলে রাতের বেলা
ঘরের বাহির গিয়ে,
স্নান করে ঘুরে ঘুরে
আলোর বৃষ্টি দিয়ে।
রাত্রি হলে আকাশেতে
বসে তারার মেলা,
তাদের সাথে মিশে চন্দ্র
করে মজার খেলা।
চন্দ্র তারার খেলা দেখে
আকাশ হাসতে থাকে,
এমন দৃশ্য দেখতে খোকা
দাদুভাইকে ডাকে।
দুজন মিলে রাতের বেলা
ঘরের বাহির গিয়ে,
স্নান করে ঘুরে ঘুরে
আলোর বৃষ্টি দিয়ে।