ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দী নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলি হোসেন (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
নিহত আলি হোসেনের বাড়ী সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিন গিদং গ্রামে। তার পিতার নাম মোঃ মজিবুর রহমান।
অপর দিকে বোয়ালমারীতে ট্রাকের চাপায় বাকির মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাঝকান্দী-ভাটিয়াপাড়া সড়কের কানখড়দি বাস স্ট্যান্ডের কাছে আলুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক বাকির মল্লিককে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক, হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক