খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের নারিকেল বাগান শান্তি কাউন্টার এলাকায় অভিযান চালায় খাগড়াছড়ি সদর জোনের একটি নিয়মিত টহল টিম।
এ সময় ৯ কেজি গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক অ্যাকাউন্ট চেকসহ পাচারকারীকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে জানা যায় একদল গাঁজা পাচারকারী গাঁজাসহ শান্তি পরিবহনে করে ঢাকায় যাবে। পরে সদর জোনের ওয়ারেন্ট অফিসার মো. রেজাউলের নেতৃত্বে নিয়মিত টহল টিম অভিযান চালিয়ে চারজন পাচারকারীকে ৯ কেজি গাঁজা ও অন্যান্য সামগ্রীসহ আটক করে। পরে তাদের খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই