দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতামূলক তরুণদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে ১৭ জন তরুণ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকালেই দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির বাসতব চিত্র তুলে ধরেন। ৫ জন বিচারকমণ্ডলীর যাচাই-বাছাই শেষে তিনজনকে বিজয়ী করা হয়। প্রথম স্থান অধিকার করেন মোসা. সুমাইয়া আক্তার, দ্বিতীয় সামিহা আক্তার ও তৃতীয় মোসা. কৈতরী আক্তার।
সিসিডির উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন, রুহিতা সিসিআরসিলর সভাপতি মো. বাদল খাঁন, পদ্মা সিসিআরসির সভাপতি আ.রহিম এবং চরলাঠিমারা সিসিআরসির সভাপতি মো. বেলাল হোসেন প্রমুখ।
শফিকুল ইসলাম খোকন বলেন, পাথরঘাটা উপকূলীয় উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিনিয়ত দুর্যোগে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ পূর্ব প্রস্তুতি থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি কম হবে।
তিনি আরও বলেন, তরুণদের সচেতন করতে এরকম ব্যতিক্রম উদ্যোগ খুব প্রশংসানীয়। তরুণরা এখনই ছবি আঁকার মাধ্যমে সচেতন হবে এবং দুর্যোগে বাস্তবচিত্রগুলো মনে রাখবে।
বিডি প্রতিদিন/এএ