ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মসজিদের ইমাম খায়রুল ইসলাম হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও পরিবারের স্বজনেরা। দুপুরে উপজেলার নেকমরদ চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল করেন নিহত ইমামের পরিবার ও এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়।
পরে মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল, বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাগরাজসহ এলাকাবাসীরা।
এসময় বক্তরা অভিযোগ করে বলেন, এই ঘটনায় এজাহার দেয়ার ৭ দিন হয়ে গেলেও পুলিশ কোন আসামি ধরছেনা। সকলে জানে আসামি কে কিন্তু পুলিশ নিরবতায় রয়েছে। আমরা চাই দ্রুত সময়ে আসামিকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার করা হোক।
বিডি প্রতিদিন/এএ