ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না টানানোয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
অভিযানকালে ব্যবসায়ী মারুফ, রুবেল, জুয়েল, স্বপন, সোহেল ও সুজনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ভূমি অফিসের নাজির মাহবুব ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোবারক হোসেন ও পাকুন্দিয়া থানার এসআই আশিষ প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌর আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই