পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে এসে হারিয়ে যাওয়া ১৪ বছরের কিশোর মো. লিমনকে ফিরে পেলেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিশোর লিমন মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিকে কুয়াকাটায় আসে। সোমবার বেলা ১১ টার দিকে সে হারিয়ে যায়। এরপর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানতে পেরে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিসহ হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। মঙ্গলবার সন্ধ্যা দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নে একটি চায়ের দোকানে লিমনকে দেখতে পায় মো. ইমরান নামে এক নির্মাণ শ্রমিক। জিজ্ঞাসাবাদ করলে পরিচয় নিশ্চিত হন তিনি। পরে তাকে উপজেলা ভূমি অফিস কার্যালয় নিয়ে আসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, উদ্ধার হওয়া ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ