লাল সাদা আর নীল রঙের আলপনা। বাহারি ফুলের ডিজাইন আর বৈচিত্র্যতা। সাদার মাঝে টকটকে লাল বৃত্ত আকর্ষণ করছে দূর থেকে। শহীদ মিনারের পুরো গা জুড়ে রয়েছে সাদা রঙের আবীর।
এমনভাবে রঙ তুলির আচঁড়ে সেজেছে রাঙামাটি শহীদ মিনার। কারণ আগামীকাল শুক্রবার অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করার দিন। যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন সে বীররত্মদের স্মরণ করার দিন। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ফুলের শ্রদ্ধা নিবেদন করতে ঢেলে সাজানো হয়েছে রাঙামাটির শহর মিনার। শুধু রঙ তুলি নয়; নানা রঙের লাইট দিয়ে আলোয় আলোকিত করা হয়েছে শহীদ মিনারস্থল।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন বলেন, শহীদ মিনারকে রঙ তুলির মধ্যদিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ এখানে এসে মুগ্ধ হয়। যারা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসবে তারা যাতে উচ্ছ্বসিত হয়। পরিস্কার-পরিচ্ছন্নের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে শহীদ মিনার এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, ছড়া ও কবিতা আবৃত্তি, শহীদ বেধিতে পুষ্পস্তবক অর্পণ, সরকরি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ