কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবায়দুর রহমান পাইলট (৪০) নামে এক চাল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বাজরা পশ্চিম তারাকান্দি মাস্টার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত উবায়দুর রহমান কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। পেশায় তিনি চাল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত সোয়া ১০ টার দিকে লাশটি উদ্ধার করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, লাশটি গলাকাটা অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে সেটা জানাতে পারেননি তিনি। ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা