সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার দুপুরে অভিযানকালে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করে দুদকের সদস্যরা।
এরপর অভিযান শুরু হয় দুদকের সহকারী পরিচালকের কার্যালয়ে। জব্দ করা হয় অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোন। সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পায় দুদক সদস্যরা।
দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ জানান, অভিযোগ ছিল দালালের উপদ্রব ও মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়া বেশি টাকা আদায় করা হয় এখানে। আমরা জানতে পেরেছি এর সঙ্গে বিআরটিএ কার্যালয়ের ভেতরের কিছু লোক জড়িত। অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল থেকে আমরা তথ্য পেয়েছি। সে টাকা নিচ্ছে তার প্রমাণও পেয়েছি। তথ্য-প্রমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। একজন দালালকে আটক করেছে। এ ছাড়া দালালের সাথে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতা পেয়েছে। এসব বিষয়ে দুদক আইনগতভাবে ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/এমআই