দুই মাসের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে আবারও বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০পরিবার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে স্থানীয়রা মনে করেন লোডশেডিং। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল এলাকা থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার।
ফুলবাড়ী বিদুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মারটি ২৫০ কেভির। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা চলছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।
বিডি প্রতিদিন/মুসা