নাশকতার মামলায় ঝিনাইদহ সদরের ৩ ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।
আসামিরা হলেন- সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
জানা যায়, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। ৬ সপ্তাহ পার হওয়ার পর সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের ৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/জামশেদ