মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের শিবচর উপজেলার ও পৌরসভার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দুপুরে শিবচর উপজেলা স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুনমুন আক্তার। শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক সুহাদা বেগম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা, মাদারীপুর জেলা মহিলা দলের সহসাধারন সম্পাদক সালমা আক্তার মীম, মাদারীপুর জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক হাসিনা বেগম, মাদারীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তার, মাদারীপুর জেলা মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আক্তার মলি, শিবচর পৌরসভা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার বেগম, শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সেলিনা আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল