বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ওই নারীর নাম ছাবেদা বেগম (৬০)। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের কুরশাপাড়া এলাকার বাসিন্দা।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ছাবেদা বেগম দশ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধান পেতে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় মাইকিংও করেছিলেন। গতকাল ওই এলাকায় ছাবেদা বেগমকে ঘুরতেও দেখেছেন এলাকাবাসী৷ পরে ভুট্টা ক্ষেত থেকে আজ দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত